25727

চবিতে ছাত্রী হেনস্তা : গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন

চবিতে ছাত্রী হেনস্তা : গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন

2022-07-25 08:57:27

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত সেই আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ।

তিনি বলেন, চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় আটক পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। মাননীয় আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। আদেশ পেলে আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব।

এর আগে গত শুক্রবার রাতে চারজন এবং শনিবার দুপুরে একজনকে আটক করে র‌্যাব-৭।

গ্রেপ্তাররা হলেন- চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩), নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২), দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২) এবং সাইফুল ইসলাম (২৩)। এ ঘটনায় পলাতক রয়েছেন ১ জন। তকে গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে। আটকরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

হেনস্তায় জড়িত চবির দুই শিক্ষার্থীকে শনিবার (২৩ জুলাই) চবির বোর্ড অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া জড়িত অপর তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়।

বহিষ্কৃত দুইজন হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২)।

এর আগে গত রোববার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা তার বন্ধুকেও মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। পরে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া জড়িত ৫ জনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। যৌন নিপীড়নের এ ঘটনার জেরে ছাত্রীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের হলে প্রবেশের ব্যাপারে সময়সীমা বেধে দেয়। এতে শিক্ষার্থীদের মাঝে নতুন করে ক্ষোভ দেখা দেয়।

ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দিনভর শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ এবং প্রগতিশীল ছাত্রজোট মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]