25800

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আহত শাবি ছাত্রী আইসিইউতে

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আহত শাবি ছাত্রী আইসিইউতে

2022-08-11 23:05:55

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল ও সহকারী প্রক্টর আবু হেনা পহিলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডে ঘুরতে যায় ওই ছাত্রী। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে সে মাথা, কোমর ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর বৃহস্পতিবার সকালে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]