25835

চবিতে ফের ধরা পড়েছে অজগর, আতঙ্কে শিক্ষার্থীরা

চবিতে ফের ধরা পড়েছে অজগর, আতঙ্কে শিক্ষার্থীরা

2022-08-20 18:34:30

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ধরা পড়েছে প্রায় পাঁচ হাত লম্বা এক বারমিজ প্রজাতির অজগর সাপ। পরে এটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। তবে, ক্যাম্পাসে ঘনঘন অজগরের উপস্থিতিতে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ১নং গেইটে যাওয়ার পথে পাহাড়িকা হাউজিং স্টেট রাস্তার মাথা থেকে অজগরটি ধরা পড়ে।

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে চবির ইইই বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, জিরো পয়েন্ট থেকে এক নাম্বার গেট যাওয়ার পথে বোরহান ভাইয়ের দোকানের সামন দিয়ে অজগরটি রাস্তা পার হচ্ছিল। আর তখন আমার বন্ধু রাজেশ, সালমান ও আরও কয়েকজনের উপস্থিতিতে সাপটিকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও স্ন্যাকস অ্যাওয়ারনেস টিমের অন্যতম সদস্য সাপবন্ধু রফিক আহমেদ ভাইয়ের সহায়তায় নিরাপদ স্থানে অবমুক্ত করি।

ঘনঘন সাপের উপস্থিতি প্রসঙ্গে বুরহান উদ্দিন নামের এক চবি শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে সাপের উপদ্রব অনেক বেশি। চলা-ফেরায় সবসময় ভয়ে থাকতে হয়। তার ওপর অজগর নামটিই কেমন যেন একটা ভয়ংকর শব্দ। শুনলেই গা আঁতকে উঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত। বিষাক্ত সাপ-বিচ্ছু অপসারণে অভিযান চালানো উচিত।

শুধু এবছরই গত কয়েক মাসে ক্যাম্পাস থেকে চারটি বিশালাকৃতির অজগর ধরা পড়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]