25846

ফের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ফাদার প্যাট্রিক

ফের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ফাদার প্যাট্রিক

2022-08-23 06:12:33

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি, সাবেক উপাচার্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো—

ক) উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;

 

খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন;

গ) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

২০১৭ সালের ৮ আগস্ট ড. ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি-কে নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদ।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]