25875

আইইউবিএটির ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

আইইউবিএটির ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

2022-08-30 04:24:43

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল ২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে এ ভর্তি পরীক্ষা। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে www.iubat.edu/admission ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।

 

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংলিশ এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ পড়ানো হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধাবৃত্তি দেওয়া হয়। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ বৃত্তিসহ বিভিন্ন বিভাগে আরও ১০২টি বৃত্তি দেওয়া হয়। যে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা নিতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে আইইউবিএটিতে।

রাজধানীর উত্তরায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত আইইউবিএটির ক্যাম্পাস সবুজে ঘেরা। দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ স্নাতক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই শিক্ষাপ্রতিষ্ঠান।

খেলার মাঠ, শহীদ মিনারসহ শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আছে নিজস্ব পরিবহনব্যবস্থা এবং এ সুবিধা ব্যবহারের জন্য ছাত্রছাত্রীদের আলাদা কোনো ফি দিতে হয় না।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]