25893

রাবির মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক রাশিদা

রাবির মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক রাশিদা

2022-09-04 21:20:31

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রাশিদা খাতুন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুসারে শনিবার থেকে পরবর্তী তিন বছরের জন্য অধ্যাপক রাশিদা খাতুন প্রাধ্যক্ষকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্য সুবিধাসহ প্রতিমাসে ৬ হাজার টাকা করে সম্মানী পাবেন।

অধ্যাপক রাশিদা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক ও ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালের ১৩ জানুয়ারি অধ্যাপক পদে পদোন্নতি পান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]