25994

চবিতে আবারও ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর

চবিতে আবারও ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর

2022-09-22 02:35:37

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ধরা পড়েছে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ। পরে ক্যাম্পাসের জনমানবহীন নিরাপদ স্থানে সাপটিকে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ‘হানিফ কটেজের’ পানির পাইপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় মসজিদের পূর্বদিকের হানিফ কটেজের পানির পাইপের ভেতর থেকে প্রায় ১০ ফুট লম্বা ওই অজগর সাপটি উদ্ধার করেন চবির প্রাণীবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। পরে এটিকে ক্যাম্পাসের গহীন নিরাপদ স্থানে অবমুক্ত করে দেওয়া হয়।’

এ ব্যাপারে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অপর শিক্ষার্থী আব্দুল্লাহ মুনাব্বির বলেন, ‘অজগরটির অস্তিত্ব জানতে পেরে কটেজের বাসিন্দারা সাথে সাথেই খবর পাঠান চবির প্রাণীবিদ্যা বিভাগে। এরপর প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, গত কয়েক মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ছয়টি বিশালাকৃতির অজগর ধরা পড়েছে। পরে সবগুলো সাপকেই ক্যাম্পাসের জনমানবহীন গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]