26025

ঢাবিতে ছাত্রদল আসার খবরে ছাত্রলীগের মহড়া

ঢাবিতে ছাত্রদল আসার খবরে ছাত্রলীগের মহড়া

2022-09-27 02:21:43

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি আসছে এমন খবরে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ও প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছিলো ছাত্রলীগ। কিন্তু আজকে ছাত্রদল আসছে না শুনে হলে ফিরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের কথা ছিল ছাত্রদলের নতুন কমিটির। এ খবর পেয়ে সকাল থেকে টিএসসি, আজিজ সুপার মার্কেট, মুক্তি ও গণতন্ত্র তোরণ, পলাশী মোড় , কার্জন হলসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ। এ সময় তারা ছাত্রদলের বিরূদ্ধে বিভিন্ন স্লোগান দেয় । কিন্তু ছাত্রদল আসছে না এটি শুনে হলে ফিরে যান তারা । গত মে মাসে ছাত্রলীগে সাথে সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাস ছাড়া ছাত্রদল । এরমধ্যে গত ১১ সেপ্টেম্বর খোরশেদ আলমকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয় ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ যেন বজায় থাকে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আমরা ছাত্রসমাজ সচেতন রয়েছি । কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত না হয়, সে ব্যাপারেও আমাদের রাজনৈতিক সচেতনতার তাগিদ রয়েছে। এর বাইরেও ছাত্রলীগের নেতা-কর্মীরা সব সময় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে মিছিল-সভা করেন। এটি তারই একটি সম্মিলিত বহিঃপ্রকাশ।’

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আজ ক্যাম্পাসে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাতের কথা ছিল। সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লে শেষ মুহূর্তে আমাদের ক্যাম্পাসে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়।। ছাত্রলীগের নেতারা যেমন ক্যাম্পাসের ছাত্র, আমরাও ক্যাম্পাসের ছাত্র। আমরা কোনো নিষিদ্ধ সংগঠন নই।’

তিনি আরো বলেন, ‘কাল উপাচার্যের সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। উপাচার্যের অনুমতি নিয়েই আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করব।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]