26037

ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে গণধোলাই দিয়েছে: সঞ্জিত

ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে গণধোলাই দিয়েছে: সঞ্জিত

2022-09-28 04:52:29

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছেন। তবে হামলা ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, সাধারণ জনতা ও শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে।

 

তিনি আরও বলেন, ছাত্রদলের কর্মসূচি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছি। বাইরে মিথ্যাচার করা হচ্ছে যে তাদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। আসলে তারা (ছাত্রদল) যেখানে মার খায় সেখানেই মনে করে ছাত্রলীগ হামলা করেছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ২০-২৫ জন নেতাকর্মী উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তারা নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন। এর মিনিট তিনেকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্ট্যাম্প নিয়ে ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এ হামলার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা শুনেছি সাধারণ জনতা ও শিক্ষার্থীরা মিলে তাদেরকে গণধোলাই দিয়েছে। ছাত্রলীগের দায় কেন হবে? আমাদের নির্দেশনার বাইরে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো কাজ করে না। ছাত্রদল মিথ্যাচার করছে, এখানে ছাত্রলীগের কেউ জড়িত ছিল না।

‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলে ছাত্রদলের ওপর হামলা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে তথ্য রয়েছে ছাত্রদলের ছয়টি গ্রুপ রয়েছে। তারা এটা প্রতিহিংসা মূলকভাবে করেছে। ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ যে কেউ বলতে পারে। ছাত্রদল করে বলে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলতে পারবে না এটা ঠিক না। ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলে ছাত্রলীগকে কলুষিত করার জন্য তারা নিজেরা নিজেরা হামলা করেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]