26123

প্রবীণদের সঙ্গে নর্থসাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একদিন

প্রবীণদের সঙ্গে নর্থসাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একদিন

2022-10-16 04:47:30

পরিবার থেকেও পরিবারহীন যেসব বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধাশ্রমে থাকছেন তাদের নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ার প্রয়াসে নর্থসাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটি উদ্যোগ ‘অনুষঙ্গ’। এ শিরোনামে গত শুক্রবার (১৪ অক্টোবর) গাজীপুরের মনিপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ক্লাবের সদস্যরা পুনর্বাসন কেন্দ্রের অধিবাসীদের সঙ্গে একটি আনন্দময় সুন্দর দিন কাটান।

প্রবীণদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রদর্শনের উদ্দেশে নর্থসাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রায় ১০০ জন সদস্য এ আয়োজনে অংশগ্রহণ করেন। ক্লাবের সদস্যরা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রবীণদের সঙ্গে সারাদিন আনন্দপূর্ণ সময় পার করেন এবং একসঙ্গে জুমার নামাজ আদায় ও দুপুরের খাবার খান।

এছাড়া বৃদ্ধাশ্রমের প্রায় ২০০ জন বয়োবৃদ্ধের মধ্যে হুইলচেয়ার, ওয়াকার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি আহামেদ তাহমিদ জামান বলেন, শৈশবকাল থেকে বাবা-মা খুবই আদর-যত্ন সহকারে আমাদের লালন-পালন করে বড় করে তোলেন।

কখনোই তারা বৃদ্ধাশ্রমে তাদের শেষ নিশ্বাস ফেলার প্রাপ্য না। আমাদের এ উদ্যোগটির মূল উদ্দেশ্যই হলো যুবসমাজকে তাদের বাবা-মার সঠিক যত্ন ও সেবা করায় উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, বৃদ্ধাশ্রমে এসে তাদের সঙ্গে এত সুন্দর মুহূর্তগুলো কাটাতে পেরে আমরা যে শান্তি ও তৃপ্তি পেয়েছি তা আমাদের আরও এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

এ আয়োজন ক্লাবের সদস্যের যেমন মানসিক প্রশান্তির যোগান দিয়েছে, তেমনি বাস্তবতা উপলব্দি করতে সাহায্য করেছে, যা তাদের ভবিষ্যতে এমন আরও উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]