26196

ঢাকা কলেজে অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু ৩১ অক্টোবর

ঢাকা কলেজে অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু ৩১ অক্টোবর

2022-10-27 21:33:03

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ক্লাস আগামী ৩১ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বিভাগগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আমরা জানিয়ে দিয়েছি, আগামী ৩১ অক্টোবর (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া ছাত্রদের ক্লাস শুরু হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে আমরা ব্যাপক আকারে নবীনবরণ করব না। বিভাগীয় প্রধানদের উদ্যোগে স্ব-স্ব বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাসের ব্যবস্থা করা হবে।

নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শুরু থেকেই নিশ্চিত করা হবে উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে। যেসব শিক্ষার্থীর ক্লাসের উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে থাকবে সেসব শিক্ষার্থী ‘নন-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবেন। তাদের পরীক্ষার ফরম পূরণ করতে ‘নন-কলেজিয়েট’ ফি দিতে হবে। আর যেসব শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশর কম থাকবে তারা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন। এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই শুরু থেকেই নিয়মিত ক্লাস ও ইনকোর্স পরীক্ষায় অংশ নিতে হবে।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা কলেজে মোট ২২টি বিভাগে অনার্স কোর্স চালু রয়েছে। বিভাগগুলো হলো— বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান। এসব বিভাগে এবছর ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৩ হাজার ২৩২ জন। যার মধ্যে আসন সংখ্যা অনুযায়ী কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ১ হাজার ৫৪২ জন, বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে ১ হাজার ৯০ জন এবং বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে ৬০০ জন ছাত্র ভর্তি হয়েছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]