26223

নবীন শিক্ষার্থীদের বরণ করল ঢাকা কলেজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ঢাকা কলেজ

2022-11-01 04:59:43

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তি হওয়া ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ঢাকা কলেজ।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলেজের বিভিন্ন বিভাগে একযোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

কলেজের প্রশাসনিক ভবন, লে. শেখ জামাল একাডেমিক ভবন, উদ্ভিদবিদ্যা ভবন ও গ্যালারি ঘুরে দেখা যায় সব জায়গায় নবীন শিক্ষার্থীদের পদচারণা। নিজ নিজ বিভাগের আয়োজনে লাল গোলাপ, গাঁদাফুল, রজনীগন্ধা আর ফাইল কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে তাদের। বিভাগগুলোকে সাজানো হয়েছে রঙবেরঙের ফুল ও বেলুন দিয়ে। এমন আয়োজনে বেশ উৎফুল্ল ছিল নবীন শিক্ষার্থীরাও।

নাঈম হাসান নামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন এক শিক্ষার্থী বলেন, নানা বাধা-বিপত্তির পর অবশেষে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান ভর্তি হতে পেরে আমার খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ বছর প্রতিযোগিতা খুব বেশি ছিল। আমি খুব আশঙ্কায় ছিলাম যে কোথাও ভর্তি হতে পারব কি না। এখন দুশ্চিন্তা কমেছে। আর পছন্দের বিষয়টিও পেয়েছি। সব মিলিয়ে প্রত্যাশা করছি সুন্দরভাবে শিক্ষাজীবনের বড় একটি ধাপ পেরিয়ে যেতে পারব।

রেজাউল আলম নামের ব্যবস্থাপনা বিভাগের আরেক নবীন শিক্ষার্থী বলেন, ঢাকার ভেতরে সেরা কলেজে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আজ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। বিভাগের সব শিক্ষকরা পড়াশোনার সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তবে শুনেছি সাত কলেজে ফল বিপর্যয় হয়। সেজন্য কিছুটা ভয় কাজ করছে।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, বিভাগগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ছাত্রদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এবার জাঁকজমকপূর্ণ আয়োজন না করে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে বিভাগের উদ্যোগেই নবীন বরণের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতেই হবে। শিক্ষার্থীরা যদি ৬০-৭৪ শতাংশ উপস্থিত না থাকে তবে ‘নন-কলেজিয়েট’ হিসাবে গণ্য হবেন। আর যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম তারা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবেন।

বর্তমানে ঢাকা কলেজে মোট ২২টি বিভাগে অনার্স কোর্স চালু রয়েছে। বিভাগগুলো হলো— বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান , সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান। এসব বিভাগে এ বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৩ হাজার ২৩২ জন। যার মধ্যে আসন সংখ্যা অনুযায়ী কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ১ হাজার ৫৪২ জন, বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে ১ হাজার ৯০ জন এবং বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে ৬০০ জন ছাত্র ভর্তি হয়েছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]