26226

চবিতে খাবারের মান যাচাইয়ে শিক্ষকরা সপ্তাহে ৩দিন খাবেন

চবিতে খাবারের মান যাচাইয়ে শিক্ষকরা সপ্তাহে ৩দিন খাবেন

2022-11-01 05:44:53

ইন্টারনেটের গতি বৃদ্ধি, পাঠাগার সংস্কার ও খাবারের মান বাড়ানোসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আমানত হলে তালা লাগিয়ে আন্দোলন করেছেন (চবি) শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আমানত হলের সামনে অবস্থান নিয়ে দুই ঘণ্টা যাবত আন্দোলন করেন হলের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পানির সমস্যা সমাধান, ইন্টারনেটের গতি বৃদ্ধি, পাঠাগার সংস্কার, খাবারের মান বাড়ানো, নিয়মিত শৌচাগার পরিষ্কার এবং হলের কক্ষ সংস্কার।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিপন জানান, এমনও হয়েছে আমরা কয়েকদিন পানি পাইনি।

শৌচাগারের অবস্থাও ভালো না। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত কাজ করে না।

তাছাড়া পাঠাগারের অবস্থা খুবই করুণ। সেখানে ১৫-২০ জন একত্রে বসে পড়তে পারে না।
আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমর বলেন, এর আগেও অনেকবার এ অভিযোগগুলো আমরা জানিয়েছি। কিন্তু কোনো সমাধান আসেনি। তাই আন্দোলনে নেমেছি। প্রশাসন অল্প সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে। এবার ব্যবস্থা না নিলে আমরা আবার আন্দোলন করতে বাধ্য হবো।

আমানত হল প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা বলেন, আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আশা করি এক সপ্তাহের মধ্যেই পানির সমস্যা সমাধান হয়ে যাবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য আমরা হল শিক্ষকদের দায়িত্ব দিয়েছি। তারা সপ্তাহে ৩ দিন হলে খাবার খাবে এবং মান যাচাই করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]