26252

সাপের কামড়ে আহত শাবিপ্রবি ছাত্র

সাপের কামড়ে আহত শাবিপ্রবি ছাত্র

2022-11-05 23:35:30

সাপের কামড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত মো. শরিফ হোসাইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কিলোরোডে সাপের কামড়ের শিকার হন এ শিক্ষার্থী। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত শিক্ষার্থী সুস্থ আছেন।

শরিফের বন্ধু ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজ বলেন, কিলোরোডে হাঁটার সময় হঠাৎ একটি সাপ শরিফকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডাক্তার তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে ডাক্তার পরীক্ষা করে দুইটা ভ্যাক্সিন দেন এবং পাঁচদিনের ঔষধ লিখে দেন। এখন তার অবস্থা স্বাভাবিক আছে। তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, টিলাবেষ্টিত এ ক্যাম্পাসে প্রচুর সাপ বা ক্ষতিকর প্রাণী আছে। এসব ক্ষতিকর প্রাণীর কামড়ের শিকার হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা না নিতে পারলে মৃত্যুও হতে পারে। ক্যাম্পাসের বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় চলে যায়। এক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সাপে কাটার চিকিৎসার ব্যবস্থা নেই। এ ধরনের কোনো সমস্যা হলে আমরা ওসমানী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]