26296

কর্মীর জন্মদিন পালন নিয়ে দ্বন্দ্ব, অস্ত্র নিয়ে মুখোমুখি চবি ছাত্রলীগ

কর্মীর জন্মদিন পালন নিয়ে দ্বন্দ্ব, অস্ত্র নিয়ে মুখোমুখি চবি ছাত্রলীগ

2022-11-12 22:18:09

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর জন্মদিন উদযাপন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ধাওয়া পাল্টাধাওয়ার পর বিজয় গ্রুপের একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের ভেতরে লাঠিসোটা, রামদা, ছুরি নিয়ে অবস্থান করছিল। অপর পক্ষ কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয়।

নেতাকর্মীরা জানিয়েছেন, কমিটিতে পদ পাওয়া ও নেতৃত্ব নিয়ে বিজয় গ্রুপ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সোহরাওয়ার্দী হলের নেতৃত্ব রয়েছেন শাখা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম ও পদবঞ্চিত দেলোয়ার হোসেনসহ কয়েকজন। আলাওল ও এ এফ রহমান হলের নেতৃত্বে হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হলের বাংলাদেশ স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের রিফাত বিন আজাদের জন্মদিন ছিল। আলাওল ও এ এফ রহমান হলের নেতাকর্মীরা রিফাতকে নিজেদের কর্মী দাবি করে জন্মদিন উদযাপন করার জন্য বলেন। তবে রিফাতের জন্মদিন সোহরাওয়ার্দী হলে পালন হয়। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর রেশ ধরেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পদবঞ্চিত দেলোয়ার হোসেন ও শাখা ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ ঠিকাদারি কাজ টিকিয়ে রাখার জন্যই ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাচ্ছেন। কারণ ছাড়াই অতর্কিত হামলা চালিয়েছেন দুই হলের নেতাকর্মীরা। তারাও প্রতিহত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সোহরাওয়ার্দী হলের ছাত্রদলের নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। কোনো কারণ ছাড়াই নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়েছে। সোহরাওয়ার্দী হলের ওয়াহিদ দলবল নিয়ে এসবের নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া সরাসরি মদত দিয়েছেন।

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া এ বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিহত করে পরিস্থিতি শান্ত রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা দায়ী তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]