26367

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

2022-11-24 03:05:34

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় (২৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

লিমন কুমার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দোলন গ্রামের প্রতাপ চন্দ্রের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৩ নভেম্বর) সকালে পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় লিমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

লিমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা চন্দন কুমার দাস জানান, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্জ ভবন থেকে নিচে পড়ে যায় মিলন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, সকাল ১০ টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যায় লিমন। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]