ঢাবি ও রাবির মধ্যে সমঝোতা স্মারক সই
2022-11-25 05:37:19
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
এসময় ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের চেয়ারপার্সন নাসিমা হক মিতু এবং রাবির মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমীন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাবি ও রাবির মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় করা হবে। এছাড়া দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।