26391

ঢাবির সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ঢাবির সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

2022-11-27 21:25:17

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসনের ইন্সটিটিউটের (আইবিএ) সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিনা ছুটিতে বিদেশে অবস্থানে অভিযোগ ওঠে। পরে স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দেয় তিনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগ পত্র গ্রহণ না করে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়৷ ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানায়, আজ বিকেল সাড়ে তিনটায় কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে আপাতত কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন কমিটির সদস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সামাদ ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য। এদিকে কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।

উল্লেখ্য,গত ১৬ অক্টোবর দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় পত্রিকায় বিনা ছুটিতে ৩৫৫ দিনের অধিক সময় ওই শিক্ষকের বিদেশে অবস্থানের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের কোন প্রতিবাদ না করে দু'দিনের মধ্যেই পদত্যাগ করেন ওই শিক্ষক। ফলে স্বাভাবিকভাবেই অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পান তিনি। এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]