26392

বিদেশি শিক্ষার্থী কমাতে চান ঋষি সুনাক

বিদেশি শিক্ষার্থী কমাতে চান ঋষি সুনাক

2022-11-27 21:53:24

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের নিম্ন মানের ডিগ্রি নেওয়া এবং নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছেন।

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বলেছেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে অভিবাসন রেকর্ড পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের নিম্ন মানের ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে নিম্ন মানের ডিগ্রি হিসেবে কোনগুলো বিবেচনায় ধরা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

দেশটির একজন সরকারি অভিবাসীবিষয়ক পরামর্শক সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্য সরকার শিক্ষার্থীদের আসার ওপর বিধিনিষেধ দিলে অনেক বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যাবে।

টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনার মধ্যে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি সীমাবদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের নির্ভরশীলদের জন্য ভিসা সীমাবদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ঋষি সুনাকের এ পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

গত সপ্তাহে অর্থনমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, দেশটির অর্থনীতির গতি আনতে অভিবাস জরুরি। তবে অর্থনীতির ক্ষতি না করে অভিবাস কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। দেশটির শিক্ষা বিভাগের পক্ষ থেকেও আন্তর্জাতিক শিক্ষার্থী কমলে বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন কীভাবে চলবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]