26393

আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল

আর্জেন্টিনার জয়ে ঢাবিতে ভক্তদের আনন্দ মিছিল

2022-11-27 22:41:22

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে শঙ্কায় পড়ে আলবেসস্তাদের বিশ্বকাপ স্বপ্ন। শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে নিজেদের ডু অর ডাই ম্যাচে ম্যাক্সিকোর সাথে ২-০ গোলে জয় পায় ম্যারাডোনার শিষ্যরা। রেফারির শেষ বাঁশির সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন সমর্থকরা। মেসি মেসি স্লোগানে ঝটিকা মিছিলে নেমে পড়ে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হল, টিএসসি এলাকায় মেসি ভক্তদের বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে। মিছিল নিয়ে ভক্তরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মেসি ভক্ত হাসান মাহমুদ বলেন, মেসির জন্যই আমি আর্জেন্টিনার ভক্ত। আজকে ডু অর ডাই ম্যাচ ছিল। পণ করেছিলাম আজকে হারলে সকল ধরনের ফুটবলীয় উন্মাদনাকে ইতি জানাবো। মনের কোণে চাপা বিশ্বাস ছিল মেসি হতাশ করবে না। এবং করেনি।'

আর্জেন্টিনার আরেক ভক্ত ইমদাদুল বলেন, এই জয় ফুটবলের, মেসি ভক্তদের, এই জয় আশা জাগানিয়া। আমাদের বিশ্বাস পোল্যান্ডের সাথের ম্যাচটিতে আর্জেন্টিনা আরও শক্তভাবে ফিরবে এবং আমরা মেসির একটি সেরা বিশ্বকাপ দেখতে পাবো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]