26405

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীদের অবস্থান

2022-11-30 03:13:12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে মূল ফটকের বাইরে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম নগরের বাদশাহ মিয়া সড়কে ইন্সটিটিউটের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী সায়েদ কবির বলেন, আমরা দীর্ঘ দিন ধরে মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন তাতে কোনো কর্ণপাতই করছেন না। তাই আমরা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছি। দাবি মেনে আমাদের মূল ক্যাম্পাসে ফিরিয়ে না নিলে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।

আরেক শিক্ষার্থী আল মাশরুল ফাহিম বলেন, আন্দোলনের ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি। তিনবার বৈঠক করেও সমাধান দেয়নি তারা। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে এমন সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, তাদের দাবি নিয়ে কাজ করার জন্য ইতোমধ্যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি সেটা নিয়ে কাজও করছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলছে। তবে এর মধ্যেই হুট করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা তাদের কাছ থেকে কোনোভাবে কাম্য নয়। আমরা সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত। যা মূল ক্যাম্পাস থেকে ২৩ কিলোমিটার দূরে। গত ২ নভেম্বর থেকে আবাসিক হল নিশ্চিতকরণ, নিজস্ব বাস চালু, ডাইনিং-ক্যান্টিনের সুব্যবস্থা ও পাঠাগার সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুরুতে ২২ দফায় মধ্যে ক্যাম্পাসে ফেরার কোনো দাবি না থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে ফেরার আন্দোলনে মোড় নেয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]