26406

রাবিতে তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বাড়লো

রাবিতে তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বাড়লো

2022-11-30 03:24:58

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম। তিনি বলেন, বিভিন্ন ইউনিটে বেশ কিছু আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে ফাঁকা থাকা আসনগুলো পূর্ণ হবে।

জানা যায়, এ বছর তিনটি ইউনিটে ৪ হাজার ৬৪৬ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর। আসন ফাঁকা থাকায় দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় ভর্তি কার্যক্রম ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এর আগে প্রথম দফায় ৮ নভেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তৃতীয় দফায় ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানো হলো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]