26424

নবীনদের পদচারণায় মুখরিত চবির আরবি বিভাগ

নবীনদের পদচারণায় মুখরিত চবির আরবি বিভাগ

2022-12-02 21:21:19

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগ। প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হলেও করোনার প্রভাবে এবার এক মাস আগেই শুরু হলো নবীন শিক্ষার্থীদের পাঠদান।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে আরবি বিভাগে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

হাজারো প্রতিযোগীকে পাশ কাটিয়ে ভর্তিযুদ্ধে জয়ী প্রত্যেক শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রথম দিনটি ছিল অনন্য-অসাধারণ। শাটলের ক্যাম্পাস হিসেবে পরিচিত ২ হাজার ৩১২ একরে অবস্থিত চবির আরবি বিভাগ এখন নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।

নবাগতদের ফুল, সিলেবাস ও ক্লাস রুটিন উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক আলোচনা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান মেহেদীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, ড. আ স ম আবদুল মান্নান চৌধুরী, ড. এস এম রফিকুল আলম, ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী, ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকীসহ বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এছাড়া নবীনদের বরণ করে নেওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

অধ্যাপক ড. এস এম রফিকুল আলম তার আলোচনায় নবীনদের স্বাগত জানিয়ে বিভাগের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমরা কারও অধীনস্থ নও। তবে তোমরা সবসময়ই নিজের কাছে অধীন। এমন কাজ যেন তোমাদের দ্বারা না হয়, যার কারণে নিজের কাছেই নিজেকে ছোট হতে হয়।

বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাগতম। নিজেদের তোমরা এমনভাবে গড়বে, যেন এখান থেকে বের হয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করতে পারো।

ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে জানতে চাইলে আরবি বিভাগের নবীন শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস ছিল। আজ আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থী ও প্রকৃতি সবকিছুই আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।

আরবি বিভাগের আরেক নবীন শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করলাম আজ। খুব ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন জেলা-উপজেলার মানুষদের সঙ্গে মিশতে পারছি।

এছাড়া সবচেয়ে ভালো লাগার কারণ হলো এখানে কো-কারিকুলাম ও এক্সট্রা-কারিকুলামসহ নানান অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের বিভাগে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করতে পেরে আমরা আনন্দিত। নবীনদের পদচারণায় আমাদের আরবি বিভাগ মুখরিত হয়ে গেছে। আমরা আশা করছি, এ শিক্ষার্থীরাই একদিন দেশের সম্পদ হয়ে এ বিভাগ থেকে বের হবে ইনশাআল্লাহ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]