26425

বিশ্বকাপ নিয়ে অক্সফোর্ডের সেই গবেষণা ভুল প্রমাণিত

বিশ্বকাপ নিয়ে অক্সফোর্ডের সেই গবেষণা ভুল প্রমাণিত

2022-12-02 21:26:25

কাতারে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। শেষ ষোলোর দলগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এতটুকুতেই ভুল প্রমাণিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণা। বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে এবং কারা কোন পর্যন্ত খেলবে- তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানগত সেই গবেষণায় বলা হয়েছিল, এবারের ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল। দেশটি ঠিক পথে থাকলেও ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই।

কাতার বিশ্বকাপ নিয়ে গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে গবেষণা করা হয়েছে। এতে দেখানো হয়েছে, কোন দল বিশ্বকাপে কোথায় যাবে এবং শিরোপা পাবে। গবেষণাটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল।

এতে বলা হয়, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে হেক্সার শিরোপা উঁচিয়ে ধরবে সাম্বার অনুসারীরা। তবে বেলজিয়াম বিদায় নিয়েছে প্রথম পর্বেই। শেষ ষোলোয় ওঠার কথা বলা হলেও বিদায় নিয়েছে জার্মানি, ইরান, মেক্সিকো, ডেনমার্ক ব্যর্থ হয়েছে। ফলে শেষ ষোলো নিয়ে অক্সফোর্ডের হিসাবও ভুল প্রমাণিত হলো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]