হল খোলা রেখেই শীতকালীন ছুটিতে শাবিপ্রবি
2022-12-21 03:10:36
আবাসিক হল খোলা রেখেই শীতকালীন ছুটি শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলরবার থেকেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ বন্ধে হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীদের সুবিধার্থে হলে ডাইনিং-ক্যান্টিনও খোলা রাখার নির্দেশ দেওয়া আছে।
৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় শ্রেণি কার্যক্রম যথারীতি চালু হবে।