26682

বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

2023-01-18 04:42:56

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ গ্রিন কার্ডের আবেদন করে থাকেন। আবার অনেকে পড়ালেখার জন্য সেখানে যেতে চান।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে গ্রিন কার্ডের আবেদনকারী ও সাধারণ ভিসার আবেদনকারীদের, বিশেষ করে প্রশিক্ষণমূলক শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবে।

এ প্রক্রিয়াটি শুরু হবে গ্রিন কার্ডের প্রিমিয়াম ক্যাটাগরি ইবি-১ এবং ইবি-২ এর আবেদনকারীদের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসী সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, নতুন প্রক্রিয়াতে— ক্যাটাগরি আই-১৪০ পিটিশন, আন্তঃদেশীয় নির্বাহী এবং পরিচালক শ্রেণীবিন্যাসের অথবা ই-২১ শ্রেণীবিন্যাসের উচ্চতর ডিগ্রিধারী পেশাদার ব্যক্তি অথবা বিশেষ দক্ষতাসম্পন্ন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রিনকার্ড (এনআইডব্লিউ) আবেদন প্রক্রিয়াটি যুক্ত হবে।

ইউএসসিআইএস জানিয়েছে, দক্ষতা বৃদ্ধি এবং বৈধ অভিবাসন পদ্ধতির ওপর থেকে বাড়তি চাপ কমানোর একটি অংশ এ নতুন পরিকল্পনা।

সংস্থাটি বলেছে, ‘প্রিমিয়াম প্রক্রিয়ার অধীনে— মার্চ থেকে এফ-১ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং (ওপিটি) এবং এফ-১ এসটিইএম ওপিটি এক্সটেনশন এবং ইনিশিয়াল আই-৭৬৫ এ যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।’

এদিকে ধারণা করা হচ্ছে ইউএসসিআইএস এসব সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্সের (এএপিআই) প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে। গত বছর কমিটির সদস্য অজয় জৈন ভুটুরিয়া এ সুপারিশ করেছিলেন।

প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা কমিটি বলেছিল, আগ থেকে প্রিমিয়াম প্রক্রিয়ার সুযোগ পেতেন শুধুমাত্র আই-১২৯ (অ-অভিবাসী শ্রমিক) ক্যাটগরির আবেদনকারী এবং আই-১৪০ ক্যাটাগরির কর্মসংস্থান ভিত্তিক অভিবাসী ভিসার নির্দিষ্ট কিছু আবেদনকারী, অভিবাসী বিদেশি শ্রমিকরা।

ওই সময় কমিটি বলেছিল, ‘২ হাজার ৫০০ ডলার ফি প্রদানের সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমরা প্রিমিয়াম প্রক্রিয়ার পরিধি বৃদ্ধির সুপারিশ করছি।’

সুপারিশের মধ্যে ছিল ইবি-১ আন্তঃদেশীয় নির্বাহী পরিচালক, ইবি-২ উচ্চতর ডিক্রিধারী পেশাদার ব্যক্তি, বিশেষ দক্ষতাসম্পন্ন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রিনকার্ড (এনআইডব্লিউ), আই-৫৩৯ অ-অভিবাসী অবস্থা বৃদ্ধি/পরিবর্তন এবং আই-৭৬৫, কর্মসংস্থান অনুমোদন আবেদন।

কমিটি ২ হাজার ৫০০ ডলার ফি প্রদানের মাধ্যমে মাত্র ৪৫ দিনের মধ্যে তাদের আবেদন প্রক্রিয়া শেষ করার সুপারিশ করেছিল।

সূত্র: এনডিটিভি

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]