26710

শীতার্ত মানুষের পাশে ঢাকা কলেজ ছাত্রলীগের আনজির

শীতার্ত মানুষের পাশে ঢাকা কলেজ ছাত্রলীগের আনজির

2023-01-21 22:29:57

রাজধানীতে রাস্তার পাশে থাকা অসহয় ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন মুহাম্মদ আনজির হুসাইন নামের এক ছাত্রলীগ কর্মী৷ তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে জড়িত৷ ব্যক্তি উদ্যোগে শহরে শীতের কষ্ঠ পাওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি৷ মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি।

রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি৷ এতে যানবাহন হিসেবে ব্যবহার করছেন নিজের মোটরসাইকেল। এ কয়েকদিন তিনি সংসদ ভবন এলাকা, ধানমন্ডি ২৭ নম্বর, পান্থপথ, গ্রীণরোড, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, কলাবাগানসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় তিনশ ছিন্নমূল মানুষের কাছে কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।

দেখা গেছে, রাস্তার পাশে রিকশায়, ভ্যানগাড়িতে শুয়ে থাকা মানুষজন, পথশিশু, ফুটপাতের ছিন্নমূল মানুষ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেটের নিরাপত্তাকর্মী যারা শীতের কষ্ট পাচ্ছেন তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন এ ছাত্রলীগ কর্মী। সেসময় আশপাশের অন্যান্য অসহায় মানুষও সাহায্যের জন্য আসলে তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হচ্ছে।

শীতের কম্বল পেয়ে সত্তার মিয়া নামের এক রিকশাচালক বলেন, এখন রাতে শীত বেশি পড়ে। যে কাপড় আছে তাতে শীত যায় না৷ একটা কম্বল পেলাম৷ এটা দিয়ে এবারের মতো শীত কেটে যাবে।

নীলক্ষেত এলাকায় কম্বল বিতরণের সময় রোকেয়া বেগম নামের এক নারী বলেন, আমরা রাস্তার মানুষ রাস্তায় থাকি ৷ কম্বলটা পেয়ে উপকার হইলো৷

শীতে এমন আয়োজন চলমান রাখার কথা জানান ছাত্রলীগ কর্মী মুহাম্মদ আনজির হুসাইন। তিনি বলেন, দেশের যেকোনো সংকটে মানুষের পাশে প্রথম যে সংগঠনটি দাঁড়ায় তার নাম ছাত্রলীগ। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাজের অবহেলিত, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে শীতের শুরু থেকেই আমি ঢাকা কলেজ ও তার আশপাশের এলাকার অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ করছি। ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে ব্যক্তিগত প্রচেষ্টায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে সক্ষম হয়েছি। গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ যেহেতু বেড়েছে তাই আবারও সপ্তাহব্যাপী নতুন করে কর্মসূচি গ্রহণ করেছি।

জানা গেছে, এর আগেও করোনা মহামারিতে সমাজের অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ, রমজান মাসে ইফতার বিতরণ কর্মসূচি ও সিলেটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন এ ছাত্রলীগ কর্মী৷

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]