26778

জবিতে ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন

জবিতে ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন

2023-01-29 09:53:39

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ আয়োজনে ১২তম রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২১ এর মূল পর্বের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

দ্বাদশ রসায়ন অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে দেশের বিভিন্ন কলেজের ৭০ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন নটর ডেম কলেজের শিক্ষার্থী আর্য কর, দ্বিতীয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী তামিম মোহাম্মদ রাঈদ, তৃতীয় সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মো. আহাদ ইসলাম তালুকদার, চতুর্থ সোনারবাংলা কলেজের ইরফান আহমেদ, পঞ্চম নটর ডেম কলেজের সঞ্জয় কুমার, ষষ্ঠ চট্টগ্রাম কলেজের নিলয় দেব, সপ্তম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের লিহান হায়দার, অষ্টম চট্টগ্রাম কলেজের আয়মান রাফী, নবম শহীদ স্মৃতি সরকারি কলেজের নিশাত সুলতানা এবং দশম স্থান অর্জন করেন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার।

পুরস্কারপ্রাপ্ত সেরা ১০ জনের মধ্যে প্রথম ৪ জনকে প্রশিক্ষণ দিয়ে সুইজারল্যান্ড আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে পাঠানো হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান ও দ্বাদশ রসায়ন অলিম্পিয়াডের সমন্বয়ক অধ্যাপক ড. শামসুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. রাজিউর রহমান মল্লিক, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং অলিম্পিয়াডের যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমান।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভার্চুয়াল প্ল্যাটফর্মে দ্বাদশ রসায়ন অলিম্পিয়াড উদ্বোধন করা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]