26793

কনসার্ট ফর উষ্ণতার উদ্যোগে খানসামায় শীতবস্ত্র বিতরণ

কনসার্ট ফর উষ্ণতার উদ্যোগে খানসামায় শীতবস্ত্র বিতরণ

2023-01-31 07:07:25

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন অমৃতসূর্যের শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রমের জন্য একটি উদ্যোগ কনসার্ট ফর উষ্ণতার উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ শতাধিক শীতার্ত অসহায়, দুস্থ ও দরিদ্রদের উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) উপজেলার পাকেরহাট জমির উদ্দীন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ডাকসুর সাবেক সদস্য ও খানসামা উপজেলার সন্তান রকিবুল ইসলাম ঐতিহ্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরনবী ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ নুরজামাল, ঢাবি অমৃতসূর্যের আহ্বায়ক মারুফ শাহরিয়া তালহা, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস.এম.রকিসহ অনেকে।

দশম শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আহ্বায়ক রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ঘরে ঘরে কম্বল বিতরণ করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজে সচেতনতা তৈরি করা। যার মাধ্যমে শ্রেণী বৈষম্য থেকে শুরু করে সকল ধরনের বৈষম্য দূর করতে পারি এটাই আমাদের লক্ষ্য।

এই আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, এবার আমরা উত্তরবঙ্গের ৩ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছি। এই প্রচেষ্টা সেদিনই সমাপ্তি ঘটবে যেদিন মানুষ একে অপরের সহায়তায় এগিয়ে আসবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]