26796

ঢাবির সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমঝোতা স্বাক্ষর

ঢাবির সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমঝোতা স্বাক্ষর

2023-02-01 05:20:35

গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে মঙ্গলবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, কয়েকজন শিক্ষক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান করবে। এছাড়া, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]