26822

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

2023-02-03 04:29:28

হত্যা মামলাটি এত দিন চাপা পড়ে ছিল। কারণ, প্রধান দুই আসামিই ভোটে জেতা লোক। দীর্ঘদিনের দুই অভিজ্ঞ রাজনীতিকও তারা। কিন্তু শেষে কি তারা একটা ছোট মেয়ের কাছে হেরে যাবে? এসব প্রশ্নের উত্তর দেবে তরুণ সাহিত্যিক ও প্রযুক্তিবিষয়ক সাংবাদিক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বদলে দেওয়ার গান’।

প্রথমা প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। উৎসর্গ করা হয়েছে আব্দুল্লাহ এইচ কাফিকে। মুদ্রিত মূল্য ২৩০ টাকা। অনলাইন বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি অর্ডার করা যাবে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে

বইটি সম্পর্কে রাহিতুল ইসলাম বলেন, ‘বাবার হত্যাকাণ্ডের পর মেয়ে বীথি নিজের এলাকায় ফিরে আসে। সিদ্ধান্ত নেয়, এলাকাকে “স্মার্ট শহর” হিসেবে গড়ে তুলবে সে। এ স্বপ্নই দেখত তার বাবা। কিন্তু চেয়ারম্যানের পদে থাকার পরও যে ষড়যন্ত্রের সামনে বাবা টিকতে পারেননি, রাজনীতিতে সম্পূর্ণ অনভিজ্ঞ বীথি কি পারবে সেখানে দাঁড়িয়ে থাকতে? সে প্রশ্নের উত্তর আছে এ বইয়ে।’ তিনি আরও বলেন, ‘সদিচ্ছা থাকলে মানুষ কত কিছু করতে পারে, আমি শুধু সেটাই দেখিয়েছি।’

‘বদলে দেওয়ার গান’ রাহিতুল ইসলামের ১২তম উপন্যাস। বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর বাংলাবাজার, কারওয়ান বাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেট, মাদানী অ্যাভিনিউর শেফস টেবিলে প্রথমা বুক ক্যাফেসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসেও বইটি পাওয়ার সুযোগ রয়েছে। ঘরে বসে বইটি পেতে অনলাইনে অর্ডার করুন https://tinyurl.com/y5h2bjtd থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৭৩০০০০৬৪৮ নম্বরে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]