26962

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি'র ওয়েবিনার 'টেক-নো'

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি'র ওয়েবিনার 'টেক-নো'

2023-02-21 10:13:14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি(আরসিডিইউ) ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখে সন্ধ্যা ৭.০০টায় আযোজন করলো প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার "টেক-নো"। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রামিং জগতের হিরো হিসেবে খ্যাত ঝংকার মাহবুব।

অনলাইন প্ল্যাটফর্ম "গুগল  মিট"-এ অনুষ্ঠিত ওয়েবিনারটিতে রোটার‍্যাক্টর, নন-রোটার‍্যাক্টর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অংশগ্রহণকারীগণ চ্যাটজিপিটি এবং প্রোগ্রামিং নিয়ে বিস্তর ধারণা পেয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন  রোটার‍্যাক্টর উম্মে তাবাস্সুম ঊর্মি এবং সমন্বয়ক রোটার‍্যাক্টর মোশাররফ হোসেন হৃদয়। এছাড়াও ইভেন্ট ইনিশিয়েটর হিসেবে ছিলেন রোটার‍্যাক্টর অনিক কুমার রায়।

পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠ এর পর জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হওয়া সেমিনারকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছিলো। প্রথম ভাগে অনুষ্ঠানের প্রধান আলোচক ঝংকার মাহবুব বর্তমান সময়ে চ্যাট-জিপিটির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বর্ণনা করেন। বর্তমানে একজন শিক্ষার্থী চ্যাট-জিপিটি ব্যবহার করে কীভাবে উপকৃত হতে পারে তা বর্ণনা করেন। দ্বিতীয় ভাগটি ছিল পূর্বে সংগৃহীত প্রশ্নোত্তর পর্ব, এ পর্যায়ের সবচেয়ে চমকপ্রদ প্রশ্ন ছিল "চ্যাট-জিপিটি  ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিনের স্থান দখল করতে পারবে কী না?"  জবাবে তিনি বলেন, " সময়ের সাথে সাথে গুগল সার্চ ইঞ্জিন যদি ব্যবহারকারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি না করতে পারে তাহলে চ্যাট-জিপিটি একটা সময় এই স্থানটি দখলে নিতে পারে। তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীগণ প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন।

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি ১৯৮৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক উন্নয়নের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতা আজকের এই আয়োজন "টেক-নো" যাতে পরিবর্তনশীল পৃথিবীর সাথে শিক্ষার্থীরা তাল মিলাতে পারে। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির ট্রেইনার রোটার‍্যাক্টর মো. মঞ্জুরুল করিম রিয়েল,  বর্তমান সভাপতি রোটার‍্যাক্টর সামা জামিলা রহিম, সচিব সরফরাজ মো. আয়াজ এবং সদ্য সাবেক সভাপতি রাশেদুল ইসলাম সিয়াম এবং রোটার‍্যাক্ট ক্লাব অব মিরপুরের সভাপতি রোটার‍্যাক্টর মো. সাখায়েত হোসেন।

 "অনুষ্ঠানের সাথে যুক্ত সকল রোটার‍্যাক্টরদের পরিশ্রমের ফল আজকের ইভেন্ট টেক-নো। ধন্যবাদ সকলকে!" আরসিডিউয়ের বর্তমান সভাপতি রোটার‍্যাক্টর সামা জামিলা রহিমের সমাপনী বক্তব্যে এই উক্তিটির মাধ্যমে তথ্যবহুল ওয়েবিনারটির সমাপ্তি ঘটে।

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]