27034

মাথায় ইট পড়ে গুরুতর আহত রাবি শিক্ষার্থী

মাথায় ইট পড়ে গুরুতর আহত রাবি শিক্ষার্থী

2023-03-03 19:07:56

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর মোন্নাফের মোড়ে এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সহপাঠীদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের মালিক ছাত্রকে ঘটনাস্থলে কোন সহযোগিতা না করলেও, ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হাসপাতালে লোক পাঠায়।

আহত শিক্ষার্থীর নাম সাদ বিন সানাউল্লাহ্। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, ক্লাস শেষ করে মেসে ফেরার পথে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে কয়েকটি ইট সানাউল্লাহ্ এর মাথা, হাত এবং পায়ের উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে শুয়ে পড়ে। এসময় তার নাক এবং মুখ ফেটে রক্ত পড়তে থাকে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল বলেন, সাদের হাতের রেডিয়াস (কবজি থেকে কনুইয়ের মধ্যবর্তী হাঁড়) ভেঙে গিয়েছে। এছাড়া রোগীর অবস্থা আশঙ্কাজনক, সিটিস্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছি। পুলিশকে এ বিষয়ে জানিয়েছি। আমাদের যা কিছু করা দরকার, আমরা সবকিছুই করবো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]