27041

সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ করতে হবে: সাদ্দাম

সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ করতে হবে: সাদ্দাম

2023-03-04 19:34:42

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে দেশের উন্নয়নের কথা বলতে হবে, সভায় আসার জন্য দাওয়াত দিতে হবে। প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করার মাধ্যমে এই সরকারের আকাশচুম্বী জনপ্রিয়তা প্রমাণ করতে হবে।

ময়মনসিংহে আগামী ১১ মার্চের প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে ছাত্রলীগ। শুক্রবার (৩ মার্চ) রাতে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্র ও বিভাগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সভায় স্থানীয় নেতারা তাদের বক্তব্য রাখেন ও নানা পরিকল্পনার কথা জানান।

একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান সাদ্দাম।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল হোসেন খান, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খবিরুল বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বীসহ বিভাগের প্রতিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]