27109

'ক্যাম্পাস রিটার্নস' এ গাইবেন ঢাবির জাহিদ অন্তু ও জাবির নিগার সুলতানা

'ক্যাম্পাস রিটার্নস' এ গাইবেন ঢাবির জাহিদ অন্তু ও জাবির নিগার সুলতানা

2023-03-13 23:25:18

বিশ্ববিদ্যালয় জীবন নির্ভর গল্পের উপর নির্মিত হচ্ছে ড্রামা সিরিয়াল ক্যাম্পাস রিটার্নস আর এতে গান গাওয়ার জন্য দীর্ঘ অডিশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র জাহিদ অন্তু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগরঅঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা বৈশাখী

সিরিয়ালটি নির্মাণ করছেনক্যাম্পাস ক্লাইম্যাক্সমুভি খ্যাত তরুণ নির্মাতা জিদেআর বরাবরের মতো এতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাইতোমধ্যে প্রাণবন্ত অডিশনের মাধ্যমে সিরিয়ালটির অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছেঅডিশনটির কারিগরি সহযোগিতায় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদসেই ধারাবাহিকতায় পরবর্তীতে সিরিয়ালটির থিম সং গাওয়ার জন্য কণ্ঠশিল্পী নির্বাচন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় আরো একটি অডিশন অনুষ্ঠিত হয় টিএসসি’তেঅডিশনে বিচারক হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী শুভ্র সরকারঅডিশনে অংশ নেওয়া প্রায় ত্রিশ জন প্রতিযোগীর মধ্যে থেকে জাহিদ অন্তুনিগার সুলতানাকে চূড়ান্ত ভাবেনির্বাচিত করা হয়

১২ ই মার্চ সন্ধ্যা ছয় টায় সিরিয়ালটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানফেয়ার ফ্লিক্স শিল্পী নির্বাচনের বিষয়টি ক্যাম্পাসটাইমসকে নিশ্চিত করেন

জাহিদ অন্তুনিগার সুলতানা ইতোমধ্যে বেশ কিছু মৌলিককভার গান গেয়ে শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেনক্যাম্পাসলাইফ নিয়ে নির্মিত সিরিজে গান গাওয়ার সুযোগ পাওয়ায় অন্তুনিগার দুজনই বেশ উচ্ছ্বসিতনিজের অভিব্যাক্তি প্রকাশ করে জাহিদ অন্তু বলেন, “আমি অতন্ত আনন্দিতক্যাম্পাস রিটার্নস” এ গান গাইতে পেরে এবং সেই সাথে আমি গানটা নিয়ে খুবই আশাবাদী যে দর্শক শ্রোতারা অবশ্যই দারুন কিছু পাবেন”।

ক্যাম্পাস রিটার্নস এর শ্যুটিং এর একটি দৃশ্য 

গান গাওয়া প্রসঙ্গে নিগার সুলতানা বলেন, “এটি আমার জন্য দারুন একটি সুযোগ এবং আমি সত্যি খুব আনন্দিত এই কাজটির অংশ হতে পেরে”।

গানটি কথা লিখেছেন পরিচালক জিদেতিনি জানান, “মানুষের জীবনের তুলনামূলক স্বাধীন আর জঞ্জালমুক্ত সময় কাটে বিশ্ববিদ্যালয় জীবনে সেই সময়ের নস্টালজিয়ায় মানুষ বারবার ফিরে যেতে চায় তাই গানটি লেখা হয়েছে ভার্সিটি লাইফের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের পরিমিত আবেগের কথা মাথায় রেখে”।

এর আগে পরিচালক জিদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় ক্যাম্পাস ক্লাইম্যাক্স নামের একটি সিনেমা বানান যেটাতে অভিনয় করেন ভার্সিটির তখনকার শিক্ষার্থী, বর্তমানের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, মৌসুমি মৌ, মীর লোকমানসহ অনেকেই বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সেই ছবিটি ২০২০ সালে মুক্তির পর পরই করোনা মহামারীলকডাউনের কবলে পড়ে দেশ বিদেশে নির্ধারিত সমস্ত প্রচারনাপ্রদর্শনী বন্ধ হয়ে যায় তবু ইউটিউবে যেসব দর্শক দেখেন তারা মুগ্ধ হন এবং পরিচালককে অনুরোধ করেন ছবিটির সিকুয়েল বানাতেতাই পরিচালক জিদে এবার ভার্সিটি লাইফ নিয়ে নির্মাণকরছেন ড্রামা সিরিজক্যাম্পাস রিটার্নস”। আর এই সিরিজেই গান গাওয়ার জন্য অডিশনের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচিত হলেন জাহিদ অন্তুনিগার সুলতানা

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]