27133

বে-ক্রুজ জাহাজের লাইসেন্স বাতিলের দাবি চবি শিক্ষার্থীদের

বে-ক্রুজ জাহাজের লাইসেন্স বাতিলের দাবি চবি শিক্ষার্থীদের

2023-03-16 02:52:32

টেকনাফে ভ্রমণে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। হামলাকারীদের শাস্তি চেয়ে বুধবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর এলাকায় মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধন থেকে প্রশাসন বরাবর চারদফা দাবি জানানা তারা। দাবিগুলো হলো, এ ঘটনার সাথে জড়িত জাহাজের স্টাফ সন্ত্রাস বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে; বে-ক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজের লাইসেন্স আজীবনের জন্য বাতিল করতে হবে; বে-ক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজ কর্তৃপক্ষের মিথ্যা ও বানোয়াট স্টেটমেন্ট প্রত্যাহারপূর্বক লিখিত মুসলেকা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ও শিক্ষক ও শিক্ষার্থীদের জান-মালের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া রাজা রূহানী বলেন, ওখানে আমাদের কোনো ভুল ছিল না। আমাদের বুকিং দেওয়া সিটে আমরা বসতে চেয়েছিলাম। কোনো কারণ ছাড়াই আমাদের ওপর বে ক্রুজ-১ জাহাজের স্টাফ ও স্থানীয়রা দুই দফায় হামলা করে।

শিক্ষার্থী মোসাদ্দেকুল ইসলাম বলেন, আমাদের ওপর যে হামলা হয়েছে সেটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। আমাদের ওপর যখন জাহাজের স্টাফ এবং স্থানীয়রা হামলা চালাচ্ছিলেন তখন বিজিবিসহ প্রশাসনের অন্যান্য লোকেরা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোনোভাবেই মারধরকারীদের আটকানোর চেষ্টা করেন নি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আফতাব হোসেন বলেন, আমরা বিভাগের ট্যুরে ঘুরতে গিয়েছিলাম। সেখানে কোনো ধরনের ঝামেলা করার উদ্দেশ্য বা ইচ্ছা আমাদের ছিল না। ঝামেলা সৃষ্টির পরও আমরা ঠাণ্ডা মাথায় সমাধানের চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথাই শুনেনি। উল্টো আমাদের ওপর পরপর দুবার হামলা করে।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসাইন বলেন, আমরা বিভাগের অভ্যন্তরীণ কমিটির মিটিংয়ে দুটি সিদ্ধান্ত নিয়েছি। একটি হল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা ও আরেকটি হল হামলার শিকার শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আসলে যতই ক্ষতিপূরণ দেওয়া হোক না কেন ছাত্রছাত্রীদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কোনোভাবে পূরণ করার মতো নয়।

এসময় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলাউদ্দিন মজুমদার, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. তারিকুল হাসান চৌধুরী, প্রফেসর ড. এএইচএম. সেলিমুল্লাহ, সহযোগী অধ্যাপক মল্লিকা রায়, সহকারী অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী, প্রভাষক খালেদা বেগম মাইফুল ও ফাতেমা আক্তার হিরামনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]