27158

রাবিতে পাঁচদিনে ভর্তির আবেদন দুই লাখ ৩০ হাজার

রাবিতে পাঁচদিনে ভর্তির আবেদন দুই লাখ ৩০ হাজার

2023-03-21 02:20:43

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচদিনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন জমা হয়েছে এক লাখ পঁচিশ হাজারের বেশি। আজ বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন জমা পড়ে। এ প্রক্রিয়া চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

সোমবার (২০ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি ইউনিটে সর্বমোট এক লাখ ২৫ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৮৪ হাজার ৭৫৩টি, ‘বি’ ইউনিটে ৫৫ হাজার ৮২৭টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৫৩৯টি।

তিনি জানান, ১৫ মার্চ দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে মার্চের ২৭ তারিখ পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]