27225

যুক্তরাষ্ট্রে ভিজিটিং স্কলার হলেন জাবি শিক্ষক

যুক্তরাষ্ট্রে ভিজিটিং স্কলার হলেন জাবি শিক্ষক

2023-03-30 01:58:32

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যুক্তরাষ্ট্রের ‘ইনস্টিটিউট অন ইউএস ফরেন পলিসি ভিজিটিং স্কলার’ হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরিদ হোসেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে উপাচার্য অধ্যাপক নূরুল আলম মনোনীত শিক্ষককে অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. ফরিদ হোসেন যুক্তরাষ্ট্রের স্টাডি অব ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট প্রোগ্রামের আওতায় ‘ইনস্টিটিউট অন ইউএস ফরেন পলিসি ভিজিটিং স্কলার’ হিসেবে মনোনয়ন পেয়েছেন। ফরিদ হোসেন বর্তমানে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স বিভাগে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করছেন। তিনি আগামী জুন মাসে স্টাডি অব ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউটে ভিজিটিং স্কলার হিসেবে যোগ দেবেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ড. মো. ফরিদ হোসেনের এ মনোনয়ন সম্মান ও গৌরবের। এতে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]