27226

জাবিতে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

জাবিতে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

2023-03-30 02:41:18

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তার বাসা থেকে তুলে নেয়ার ঘটনার প্রতিবাদে এবং তার মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন এবং বিকেল ৪টায় ট্রান্সপোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৪টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ মিনারের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘যেই রাষ্ট্র কথা বলতে দেয় না, সেই রাষ্ট্র ভেঙে দাও’, ‘মুক্তি মুক্তি চাই, শামস ভাইয়ের মুক্তি চাই’, ‘শামস ভাই জেলে কেন, শেখ হাসিনা জবাব দে’, ‘চাল-ডাল-তেলের দাম, কমাতে হবে কমিয়ে দাও’, ‘অবিলম্বে ডিএসএ বাতিল করো, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী তামিম স্রোতের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী সুদিপ্ত দে বলেন, শামস ভাইকে অন্যায় ও অনৈতিকভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই সরকার বিভিন্ন সময়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে যারা বাঁচার মতো বাঁচতে চেয়েছে তাদেরকেই তুলে নিয়ে গেছে। আমরা চাই শামস ভাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসা হোক। প্রথম আলোর সম্পাদক আছে, কাউন্সিল আছে, তাদের কোনো ব্যবস্থা না নিতে দিয়ে ব্যাকডেটে মামলা দিয়ে শামস ভাইকে তুলে নিয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিসংগত না।

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকা থেকে সাদা পোশাকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে। এর আগে গত ২৬ মার্চ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত তার একটি সংবাদে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশিত হয়েছিল যেখানে উদ্ধৃত করা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’ সেই সংবাদের সঙ্গে একটি শিশুর ছবি ছিল, যে গ্রিলের ফাঁকা দিয়ে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে রয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে পরবর্তীতে প্রথম আলো ওই খবরটি সংশোধন করে। প্রথম আলোর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, প্রথমে প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম এবং ব্যবহার করা ছবির মধ্যে অসংগতি থাকায় ছবিটি তুলে নেয়া হয়েছে এবং শিরোনাম সংশোধন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ঢাকা মহানগর যুবলীগের এক নেতার দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]