27375

ছাত্র অধিকারের ইফতারে ১২ ছাত্র সংগঠনের অংশগ্রহণ

ছাত্র অধিকারের ইফতারে ১২ ছাত্র সংগঠনের অংশগ্রহণ

2023-04-18 18:03:54

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ও ঐক্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দেশের ১২টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একমঞ্চে উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী ছাত্র পরিষদের সভাপতি আহমেদ শাকিল, এবিপির স্টুডেন্ট উইং সমন্বয়ক মো. প্রিন্স, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেসামুল হক সাখী, খেলাফত ছাত্র মজলিসের আব্দুল আজিজ, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবির আহমেদ, জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ জমিয়তে তোলাবায়ার সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ও সেক্টর ধ্বংস করেছে। আজকে দেশে ভোট নেই, গুম-খুনের মাধ্যমে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করেছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে সব ছাত্র সংগঠন মিলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা নিরাপদ শিক্ষাঙ্গন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ছাত্রসংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের হলে সিট প্রদান, পর্যাপ্ত লাইব্রেরি, বাসের দাবি, চাকরির আবেদন ফি বাতিল, ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরি থেকে কোটা বাতিল, সরকারি চাকরির বয়স বৃদ্ধিসহ শিক্ষার্থীদের সব সমস্যা নিয়ে সামনে যুগপৎ আন্দোলনের আহ্বান জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]