27379

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পাসের হার ৮৮.৪৭ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পাসের হার ৮৮.৪৭ শতাংশ

2023-04-19 16:17:20

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে এই তথ্য জানানো হয়।

এই পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট চার লাখ ৭৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী ৩২৩টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুল দেখা গেলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে এসএমএস অপশনে গিয়ে nu<space>h1<space>Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ফলাফল চলে আসবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]