27541

ঢাবির সব বাণিজ্যিক কোর্স বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

ঢাবির সব বাণিজ্যিক কোর্স বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

2023-05-18 18:06:28

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগসহ সকল বাণিজ্যিক কোর্স (প্রফেশনাল মাস্টার্স) বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (১৭ মে) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাধারণ সম্পাদক আরাফাত সাদ এক বিবৃতিতে এ দাবি জানান।

অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বাণিজ্যিক প্রফেশনাল কোর্স খোলার সিদ্ধান্ত বাতিল করা ছাড়াও অন্যান্য বিভাগেও যেসব বাণিজ্যিক কোর্স চালু আছে তা বাতিল করা এবং রেগুলার ব্যাচের আসনসংখ্যা কমানোর ঘোষণা বাতিলের দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে নেতারা বলেন, সম্প্রতি জানতে পেরেছি, আইন বিভাগ বাণিজ্যিক কোর্স চালু করতে যাচ্ছে। সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশে তারা এই কোর্স খুলতে চায়। কর্তৃপক্ষের এরকম চিন্তা বিশ্ববিদ্যালয়ের ধারণার সাথে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি—বিতরণ—সংরক্ষণ হলেও তা ভুলে গিয়ে শিক্ষাকে আজ পণ্যে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে দোকানে পরিণত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাকে একদিকে যেমন বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ধারণার মূলে কুঠারাঘাত করা হচ্ছে।

তারা আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে আমাদের বক্তব্যে বলেছিলাম, প্রশাসন অবকাঠামোগত সংকট ও উচ্চশিক্ষার মান উন্নয়নের কথা বলে একদিকে রেগুলার ব্যাচের আসন কমাচ্ছে অথচ সে একই অবকাঠামো ব্যবহার করে তারা বাণিজ্যিক কোর্স খোলার অনুমোদন দিচ্ছে, যা স্ববিরোধী। তাহলে এটা পরিষ্কার যে, শিক্ষার মান উন্নয়ন তাদের মূল অগ্রাধিকার নয়। শিক্ষার্থীদের ধোঁকা দিতেই তারা ‘অবকাঠামোগত সংকট’, ‘মান-উন্নয়ন’, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা’, ‘৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী উচ্চশিক্ষা’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে। আমাদের আবেদন শিক্ষার্থীদের কাছে, আপনারা বিশ্ববিদ্যালয় ও বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হোন, আন্দোলন গড়ে তুলুন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]