27565

ছেলের ফল ফেসবুকে ফাঁস করে শোকজ খেলেন চবির সেই কর্মকর্তা

ছেলের ফল ফেসবুকে ফাঁস করে শোকজ খেলেন চবির সেই কর্মকর্তা

2023-05-22 22:12:35

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ছেলের ফলাফল নিজের ফেসবুকে আইডিতে পোস্ট করে জানিয়ে দেওয়ার ঘটনায় ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রমের স্বচ্ছতা ও গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আজ সোমবার দুপুরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় নিজের ছেলের ফলাফল ফেসবুকে জানিয়ে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী। যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নেন তিনি।

আরও পড়ুন: প্রকাশের আগেই ছেলের রেজাল্ট ফেসবুকে দিলেন চবি কর্মকর্তা

সংশ্লিষ্টরা জানান, ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সবকিছুই সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে করতে হয়। কিন্তু ফলাফল প্রকাশের একদিন আগেই এভাবে ফলাফল বাইরে চলে আসা ভর্তি পরীক্ষার কার্যক্রমকে চরম প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বলেন, ওই কর্মকর্তা ফলাফল কীভাবে পেলেন তা আমরা জানি না। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]