27567

ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২৩এর নিবন্ধন চলছে

ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২৩এর নিবন্ধন চলছে

2023-05-22 23:21:49

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের উদ্যোগে দশমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী "ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন (DUNMUN) - ২০২৩।" এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "সাম্যভিত্তিক সরকারব্যবস্থার পথে: অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য তথ্য নির্ভর রূপান্তরকল্প।"

আগামী ১৯শে জুলাই, বুধবার থেকে ২২ শে জুলাই, শনিবার পর্যন্ত ছায়া জাতিসংঘ সম্মেলনটি ৪ দিনব্যাপী চলবে। এ বছর সম্মেলনে থাকছে বাংলাদেশে প্রথমবারের মতো ৫টি নতুন উন্মোচিত কমিটিসহ জাতিসংঘের কার্যভুক্ত সর্বমোট ১২টি কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (DUMUNA) ২০১২ সাল থেকে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে চলছে। প্রতিবারের মতো এবারও সারাদেশের নানান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য দেশ থেকেও বহু সংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩ (DUNMUN 2023) এর মহাসচিব হলেন ফারিহা ফাইয়াজ হিয়া। বর্তমানে তিনি সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মেলনের উপমহাসচিব এবং মহাপরিচালক হিসেবে থাকছেন যথাক্রমে সাদিয়া বিনতে জামান এবং তাসনিয়া নাজমি।

পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীর যে সকল দক্ষতা গুলো অর্জন না করলেই নয়, সেগুলোর প্রায় সবগুলোই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করা যায়। পাবলিক স্পিকিং থেকে শুরু করে কূটনৈতিক দক্ষতা, তথ্য অনুসন্ধান, কনটেন্ট লেখা, আনুষ্ঠানিক বিতর্ক ইত্যাদি দক্ষতাগুলো সহজেই রপ্ত করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩ এর নিবন্ধন শুরু হয়েছে গত ২০শে মে ২০২৩, শনিবার থেকে। অফলাইন এবং অনলাইন নিবন্ধন চলবে সম্মেলনের আগ পর্যন্ত।
নিবন্ধনের জন্য ঘুরে আসুন নিম্নোক্ত লিংকে।
নিবন্ধন লিংক: https://forms.gle/zZqABS5U8wp55WXXA

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]