27574

আনন্দমোহন কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত বিভাগ

আনন্দমোহন কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত বিভাগ

2023-05-23 03:55:15

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দ মোহন কলেজের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতায় রসায়ন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাব প্রতিযোগতাটির আয়োজন করে।

ডিবেটিং ক্লাব সূত্রে জানা যায়, গত ৬ মার্চ সরকারি আনন্দ মোহন কলেজের ২০টি বিভাগ নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এটি উদ্বোধন করেন। এ প্রতিযোগিতায় ২০ বিভাগের মধ্যে মোট ৪৩টি বির্তক অনুষ্ঠিত হয়।

সোমবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় রসায়ন বিভাগ ও গণিত বিভাগ। সংসদীয় পদ্ধতির এ বির্তকে রসায়ন বিভাগ সরকারি দলের ভূমিকায় এবং গণিত বিভাগ বিরোধী দলের ভূমিকায় অংশ নেয়। এতে গণিত বিভাগ বিজয়ী হয়।

ফাইনালে গণিত বিভাগের হয়ে তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল মামুন, প্রথম বর্ষের সাকিবুল ইসলাম সিফাত ও মাহমুদুল হাসান টিটু। অন্যদিকে রসায়ন বিভাগের পক্ষে বিতর্ক করেন তৃতীয় বর্ষের মাশরিকি খান মাহিন, মৌমিতা পাল ও মো. নাজমুল হাসান।

বির্তক প্রতিযোগিতায় স্পিকারের ভূমিকা পালন করেন আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও কলেজের ডিবেটিং ক্লাবের মডারেটর স্বপন কুমার দাস। তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১০০ বিতার্কিককে সনদ প্রদান করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]