27581

ঢাবির রেজিস্ট্রারে হয়রানি বন্ধসহ ৭ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

ঢাবির রেজিস্ট্রারে হয়রানি বন্ধসহ ৭ দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

2023-05-24 21:53:10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতাসহ নানা রকম হয়রানি বন্ধে এবার মাঠে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ঢাবি রেজিস্ট্রার ভবনে ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতি ও ছাত্র হয়রানিসহ সাত কলেজ শিক্ষার্থীদের বাঁকা চোখে দেখার প্রবণতা রয়েছে বলেও দাবি করেছে এসব শিক্ষার্থী।

বুধবার (২৪ মে) সকালে ঢাকা কলেজ মূল ফটকসহ মিরপুর সড়কে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে এসব শিক্ষার্থী। এ সময় তাদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হবে বলেও জানা গেছে।

ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাত জানান, আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে। সাত কলেজের শিক্ষার্থীদের তারা মানুষ মনে করে না। অপমান আর অবহেলার শেষ নেই ঢাবি রেজিস্ট্রার ভবনে। আমাদের দাবির সঠিক কোনো ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

শিক্ষার্থীদের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে

তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।

দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে, বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।
সর্বোচ্চ তিন মাস (৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।

সাত কলেজের শিক্ষার্থীরা কার কাছে, কোথায় তাদের সমস্যাগুলো উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে।

একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]