27600

দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

2023-05-26 19:07:19

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে আরেক মেয়াদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রথম মেয়াদ শেষের দিনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর থেকে ফিরে আজ বৃহস্পতিবার অধ্যাপক শহীদুল্লাহকে নিয়োগ দিয়ে ফাইলে সই করেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে সন্ধ্যায় কাজী শহীদুল্লাহর দ্বিতীয় মেয়াদে নিয়োগের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। 

ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর মেয়াদ শেষ হয় আজ বৃহস্পতিবার (২৫ মে)। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের বাইরে থাকায় চেয়ারম্যান নিয়োগে কিছুটা দেরির আশঙ্কা ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত  ড. কাজী শহীদুল্লাহর নিয়োগের ফলে তা হয়নি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]