27662

ঢাবির বিজ্ঞান ইউনিটে প্রথম নাফিজুল আজিজ

ঢাবির বিজ্ঞান ইউনিটে প্রথম নাফিজুল আজিজ

2023-06-06 00:26:47

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে পাসের হার ৯.৪৩ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বিজ্ঞানে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী এস এম নাফিজুল আজিজ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ২৫ এবং সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৮.২৫। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এ শিক্ষার্থী।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯.৪৩ এবং মোট পাস করেছে ১১,১০৯ জন। বাকি ৯১.৫৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১৭৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১০৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন।

এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]