27876

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনপ্রতি লড়বে ১৩ জন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনপ্রতি লড়বে ১৩ জন

2023-07-07 03:16:24

গুচ্ছভুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তির জন্য আসন প্রতি লড়বে ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে আসনপ্রতি প্রায় ১৪ জন এবং মানবিক ও বাণিজ্য বিভাগে প্রায় ১২ জন লড়বেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ববিতে মোট আবেদন করেছেন ১৯ হাজার ১১৭ জন ভর্তিচ্ছু। এর মধ্যে এ ইউনিটে আবেদন পড়েছে ৮ হাজার ২৩১টি, বি ইউনিটে আবেদন পড়েছে ৭ হাজার ৪০১টি এবং সি ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ৪৮৫টি।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের ২৫টি বিভাগে মোট ১ হাজার ৫২০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৬০০টি, ‘বি’ ইউনিট তথা মানবিক শাখায় ৬২০টি এবং ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন বরাদ্দ রয়েছে।

এর আগে গত ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]