27963

সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন

সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন

2023-07-20 03:30:58

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন কি সফল হয়েছে যেই আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবনযাপন করছেন? আর কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন। আজ তিনি ভিডিও কনফারেন্সে বড় বড় কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন। দেশের আইন আদালতের মুখোমুখি হোন। কিন্তু তার তো বাংলাদেশে আসার হিম্মত নেই। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।

বুধবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপি কর্তৃক শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, জনগণের প্রতি আনুগত্য না দেখিয়ে বাইরের শক্তির প্রতি আনুগত্য দেখানো হচ্ছে। বিএনপি ভোটাধিকারে বিশ্বাস করছে না। জনগণের সামনে ইশতেহার উপস্থাপন করবেন। শেখ হাসিনা সরকারের অর্জন এবং বিএনপি সরকারের ব্যর্থতা- এগুলো উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু তারা সেটি করছে না। বিভিন্ন দূতাবাসে দূতাবাসে ঘুরছে। তাদের যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা বাংলাদেশ থেকে তাদের কী কী দেবে সেটা বলে আসছে। আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি আবার শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনিরাপদ করবে, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করবে কারা হুকুমের আসামি তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্রলীগের পক্ষ থেকেও আমরা সোচ্চার রয়েছি। ছাত্রদের আমরা আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের লেখাপড়া করার পরিবেশ এবং সুন্দর একাডেমিক ক্যারিয়ারের নিশ্চয়তা দিচ্ছি। সন্ত্রাসীরা যদি আক্রমণ করতে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা বুক পেতে দেবে যেন আপনি নির্বিঘ্নে ক্লাস করতে পারেন।

প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]